বাতাসে কালো ধোঁয়া, বন্ধ কয়েক’শ স্কুল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৩ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামে দাবানলে বায়ুদূষণ বাড়ছে। আশঙ্কাজনকভাবে দেখা দিয়েছে শিশুদের শ্বাসকষ্ট। ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে কয়েক'শ শিক্ষা প্রতিষ্ঠান।
স্যাটেলাইটের মাধ্যমে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও বোরনিয়ো দ্বীপে এখন পর্যন্ত প্রায় চার হাজার স্থানে অগ্নিকাণ্ড চিহ্নিত করা হয়েছে।
বাতাসে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় দেশটির ছয়টি প্রদেশের ২৩ লাখ বাসিন্দা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার আশঙ্কা চিকিৎসকদের।
এরই মধ্যে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দেশটির সরকার।
এদিকে, মালেয়শিয়া ও ভিয়েতনামের কিছু অংশেও দাবানলের খবর পাওয়া গেছে।