ফ্রান্সের আদালতে সৌদি রাজকন্যার কারাদণ্ড
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার
প্যারিসে নিজ অ্যাপার্টমেন্টে ছবি তোলার জন্য এক কর্মীকে মারধর করতে দেহরক্ষীকে নির্দেশ দেয়ায় সৌদি রাজকন্যা হাসা বিনতে সালমানকে দশ মাসের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত।
বৃহস্পতিবার তাকে কারাদণ্ড ও দশ হাজার ইউরো অর্থদণ্ড দেয়া হয়। রাজকন্যা হাসা সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মেয়ে।
আইনজীবীদের অভিযোগ, রাজকন্যা হাসা প্যারিসে এক বাথরুম মেরামতকারীকে তার ছবি তুলতে দেখে খেপে যান। সৌদি বাদশার মেয়ে ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বড় সৎ বোন হিসেবে তার ক্ষতি করার জন্য এ ছবি ব্যবহৃত হতে পারে বলে হাসার ভয় ছিল।
২০১৬ সালের সেপ্টেম্বর মাসের এ ঘটনার পরই হাসা ফ্রান্স ছেড়ে চলে যান। বৃহস্পতিবার তিনি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না।
তার দেহরক্ষী রানি সাইদার বিরুদ্ধে সহিংসতা, আটকে রাখা ও চুরির অভিযোগ প্রমাণিত হয়েছে।