শনিবার   ০২ নভেম্বর ২০২৪   কার্তিক ১৮ ১৪৩১   ২৯ রবিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য অধিদফতরে সানি লিওনের চাকরি!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৪২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)পদের জন্য ১৭ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। তবে তার মধ্যেই নজর কাড়ে সানি লিওনের নাম। এই পদে  ৯৮ শতাংশ নম্বর পেয়ে প্রথম হন সানি লিওন।

মোট ৯৮.৫০ পয়েন্ট নম্বর পান সানি। রেকর্ড নম্বর পেয়ে ওই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি। তবে পরে জানা যায়, এই সানি লিওন ‘বেবি ডল’ খ্যাত বলিউড তারকা সানি লিওন নন।

 

এবার ভারতের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ বোর্ডের ফেসিলিটি ম্যানেজারের চাকরি প্রার্থী তালিকাতে সানি লিওনের নাম। প্যানেলে কী ভাবে সানি লিওনের নাম আসলো এই প্রশ্নের মুখে পড়েছে স্বাস্থ্য নিয়োগ বোর্ড।

সানির নাম রয়েছে তফসিলি উপজাতির প্রার্থীদের তালিকায়। এখানে সানির বাবার নাম দেয়া আছে দিলীপ সানি। কোথাও দেখা যাচ্ছে পদপ্রার্থীর নাম ও তার বাবার নাম একই। আবার কোথাও বাবা ও ছেলের পদবীও বদলে গিয়েছে। তাই একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে স্বাস্থ্য নিয়োগ অধিদফতরকে।

জানা গেলো, সানির নাম রয়েছে তফসিলি উপজাতির প্রার্থীর তালিকায় কারণ হলো সংরক্ষিতদের জন্য আবেদনের ফি-তে ছাড় থাকে। তাই কেউ ফি এড়াতে ভুয়া আইডি বানিয়ে আবেদন করেছে। এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য নিয়োগ কমিটি পড়েছে নানা প্রশ্নের মুখে।