সৈয়দ মহিদুল ইসলাম পদক ২০১৯ পাচ্ছেন আসাদুজ্জামান নূর
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা, অভিনেতা-নির্দেশক সৈয়দ মহিদুল ইসলামের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব’।
প্রতিবারের মতো এবারও দেওয়া হবে মহিদুলের নামে প্রবর্তিত পদক। এবার পদক পাচ্ছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম সোহাগ জানান, রবিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মঞ্চে উপস্থিত হয়ে পদক ও সম্মাননা গ্রহণ করবেন নূর। তাঁর আগে এই পদক পেয়েছেন জামিল আহমেদ, ফেরদৌসী মজুমদার, লিয়াকত আলী লাকী ও আতাউর রহমান।
উৎসবে দেশ-বিদেশে পাঁচটি নাটক মঞ্চস্থ হবে। এ ছাড়া সম্মাননা দেওয়া হবে মোশাররফ করিম-রোবেনা রেজা জুঁই, অভিজিৎ সেনগুপ্ত-দীপ্তা রক্ষিত, মোহাম্মদ আলী হায়দার-সামিনা লুত্ফা নিত্রা, মৈথিলী গুহ-সীমান্ত মিত্র ও মুমু মাসুদ-মাসুদ সুমন দম্পতিকে।