রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্পেনে আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১৬ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। বন্যা পরিস্থিতি দেখা দেয়ায় প্রায় সাড়ে তিন হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

পূর্বাঞ্চলীয় আনদালুসিয়ায় ভারী বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। ভ্যালেনসিয়া, মুরসিয়াসহ কিছু এলাকায় নদীর পানি বেড়ে গেছে।

 

বন্যার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছে। আকস্মিক বন্যায় যানবাহন পানিতে ভেসে গেছে। এতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া একটি টানেলে বন্যার পানিতে আটকা পড়ে আরও একজন মারা গেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভেলেনসিয়ার রেডোভান গ্রামে আরও একজনের মরদেহ পাওয়া গেছে। আকস্মিক বন্যা পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পর্যটকরা। বিভিন্ন স্থানের রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এছাড়া মুরসিয়া এবং আলমেরিয়া বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।

কয়েক হাজার পুলিশ, দমকল বাহিনী ও সেনা সদস্যদের উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে। বেশ কিছু নৌকা এবং হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।