রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডাকে পাঠানো চিঠি গন্তব্যে পৌঁছল ১৯ বছর পর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২০ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

ডাক বিভাগ থেকে তুহিনশংকর চন্দের ফোনে একটা এসএমএস আসলো। তা দেখে চমকে গেলেন তিনি। দেখলেন, ২০০০ সালে ডাক বিভাগের স্পিড পোস্টে তিনি যে চিঠি পাঠিয়েছিলেন, তা ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর গন্তব্যে পৌঁছেছে।

প্রায় দু’দশক আগের স্পিড পোস্টে (দ্রুত পৌঁছানোর জন্য) পাঠানো ওই চিঠি গন্তব্যে পোঁছানোর আশা তিনি ছেড়েই দিয়েছিলেন।

 

এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুদর্শনপুরে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনে প্রকাশিত খবরে বলা হয়েছে, সুদর্শনপুরের বাসিন্দা তুহিনশংকর চন্দ জানান- ২০০০ সালের ১ জানুয়ারি রায়গঞ্জ মুখ্য ডাকঘর থেকে চিঠিটি পাঠান তিনি।

কাকে তিনি চিঠি পাঠিয়েছিলেন এবং কী লিখেছিলেন? জানতে চাইলে তিনি বলেন, এখন তা মনে করতে পারছিন না।

তিনি বলেন, উনিশ বছর আগে চিঠি লিখেছিলাম। আজ স্পিড পোস্টে তা গন্তব্যে পৌঁছল।

তুহিনশংকর চন্দের অভিযোগ, এর আগেও ডাক বিভাগের এমন দায়িত্বজ্ঞানহীনতার শিকার হন তিনি। তখন অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি।