কেন চারবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন মীর?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:৩০ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৯ রোববার
জনপ্রিয় টিভি শো ‘মীরাক্কেল’ তারকা মীর আফসার আলী এক রাতে ৮৭টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। এক সাক্ষাৎকারে জনপ্রিয় এই উপস্থাপক নিজেই জানিয়েছেন সে তথ্য। বলেছেন, গত দুই বছরে চারবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। বারবারই মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছি।
তিনি আরো বলেন, তিনবার আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একবার তো নিজের বাড়িতে সুইসাইড অ্যাটেম্পট করতে গিয়েছিলাম। ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। অবশ্য ওই দিন মনে হয়েছিল, বোধহয় আর ফিরবো না। তারপর কাউন্সেলিং হয়েছিল, ট্যাবলেট খাওয়া শুরু হয়েছিল। পরিবার সহ্য করতে না পেরে আমাকে আমেরিকাও পাঠিয়ে দিয়েছিল।
সাক্ষাৎকারে মীরাক্কেল তারকা এও বলেন, জীবনে যা চেয়েছি তার সবকিছু আল্লাহ আমাকে দিয়েছেন। স্বপ্নেও ভাবতে পারিনি যে সব কিছু আমার দখলে থাকবে। আসলে কিছু একটার পেছনে ছুটে চলা, কিছু বিষয়ে তাগিদ, কোনো একটা জেদের বশে এই সব কাজ করেছিলাম।
তবে মীর এবার থেকে সতর্ক থাকবেন। আর কখনো এই পথে পা বাড়াতে চান না তিনি। মানুষকে আত্মহত্য থেকে ফেরানোর চেষ্টাও করে যাচ্ছেন মীর।