রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রেসিপি: সরিষার তেলে আচারি মাংস

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

মাংস মাখার উপকরণ
গরুর মাংস- ২ কেজি (হাড় ও চর্বিসহ)
মোটা করে কাঁটা পেঁয়াজ- ২ কাপ
আদা বাটা- ১ টেবিল চামচ
রসুন বাটা- ১ টেবিল চামচ
কালো এলাচ- ১টি
দারুচিনি- ২ স্টিক
লবঙ্গ- ১০টি
কালো গোলমরিচ-  ১৫টি
এলাচ- ৫টি
তেজপাতা- ২টি
হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ২ চা চামচ
জিরার গুঁড়া- ১ চা চামচ
পাঁচফোড়ন গুঁড়া- ১ টেবিল চামচ
লবণ- দেড় টেবিল চামচ বা স্বাদ মতো
চিনি- ১ টেবিল চামচ
সরিষার তেল- আধা কাপ
অন্যান্য উপকরণ   
টক দই- ১ কাপ
লেবুর রস- কোয়ার্টার কাপ
সরিষার তেল- আধা কাপ
রসুনের কোয়া- ১৫-২০টি
কাঁচামরিচ- ১৫-২০টি
আস্ত পাঁচফোড়ন- ১ চা চামচ
প্রস্তুত প্রণালি
মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংস মাখার সব উপকরণ দিয়ে হাত দিয়ে মেখে নিন। আধা কাপ পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। মিডিয়াম আঁচে ১৫ মিনিট ঢেকে রাখুন। পানি ছেড়ে দিলে নেড়ে দিন। আবারও ঢেকে দিন হাঁড়ি। ২০ থেকে ২৫ মিনিট মিডিয়াম আঁচে রেখে দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন। ঝোল ঘন হয়ে আসলে ঢাকনা খুলে নেড়েচেড়ে রান্না করুন। মাংস যেন বেশি শুকিয়ে না যায়। তেল ছেড়ে দিলে টক দই ও লেবুর রস দিয়ে নেড়ে ঢেকে দিন প্যান। ১৫ মিনিট রান্না করুন।
এরমধ্যে বাগাড়ের জন্য আরেকটি প্যানে সরিষার তেল, রসুনের কোয়া ও কাঁচামরিচ গরম করুন। মিনিট খানেক পর পাঁচফোড়ন দিয়ে সামান্য ভেজে নামিয়ে সরাসরি ঢেলে দিন মাংসের হাঁড়িতে। কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন গরম গরম।