রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আদা, রসুন ও পেঁয়াজ গুঁড়া করবেন যেভাবে

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

আদা গুঁড়া
আদার খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে কুচি করে নিন। ছড়ানো একটি প্লেটে পাতলা করে আদা কুচি ছড়িয়ে নিন। রোদে দিন প্লেট। শক্ত হয়ে যাওয়া পর্যন্ত শুকান। শুকাতে কয়েকদিন সময় লাগতে পারে। শুকিয়ে গেলে গ্রিন্ডারে গুঁড়া করে নিন।
রসুন গুঁড়া
রসুনের খোসা ও কোয়া ছাড়িয়ে নিন। মিহি কুচি করে নিন কোয়াগুলো। ছড়ানো প্লেট বা ট্রেতে ছড়িয়ে নিন কুচি। একইভাবে কড়া রোদে শুকিয়ে গ্রিন্ডারে গুঁড়া করে নিন।
পেঁয়াজ গুঁড়া
পেঁয়াজ কুচি করে ছড়ানো প্লেটে বিছিয়ে দিন। রোদে শুকিয়ে গুঁড়া করে নিন।