ঝাল ঝাল ডিম মাসালা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
উপকরণ:
ডিম –৬টি
টমেটো সস- আধা কাপ
পেঁয়াজ কুচি- ১ কাপ
আদা-রসুন পেস্ট- এক চা চামচ
জিরা গুঁড়া- আধ চা চামচ
কাঁচা মরিচ ফালি –৫টি
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
হলুদ- সামান্য
কাশ্মিরি মরিচের গুঁড়া- আধ চামচ
লবণ- স্বাদমতো
বাটার-৫০ গ্রামের একটি কিউব
টক দই- আধ কাপ
পদ্ধতি: ডিম সেদ্ধ করে একটু তেলে গড়িয়ে নিতে হবে। সেই তেলেই বেরেস্তা করে নিতে হবে। এরপর সেই বেরেস্তাতেই পেঁয়াজ বাটা, আদা-রসুন পেস্ট, জিরা গুঁড়া ও হলুদ, গরম মসলা, টমেটো সস, টক দই ও সামান্য পানি দিয়ে ভালো করে কষাতে হবে। ডিম নেড়েচেড়ে নামানোর আগে কাঁচামরিচ ফালি দিয়ে দিন। ৩ থেকে চার মিনিট পর নামিয়ে ফেলুন। খিচুড়ির সঙ্গে জমবে ভালো।