রেসিপি: রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড চিকেন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
মাংস ম্যারিনেটের উপকরণ
মুরগির রান, পাখনা ও বুকের মাংসের টুকরা- আধা কেজি
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
মরিচের গুঁড়া- আধা চা চামচ
সাদা গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
লবণ- ১/৪ চা চামচ
ফিশ সস- ১ চা চামচ
সয়া সস- ১ টেবিল চামচ
কোটিংয়ের উপকরণ
ময়দা- ৩ কাপ
কর্ন ফ্লাওয়ার- ১/৪ কাপ
লবণ- দেড় চা চামচ
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
মাংসের টুকরাগুলো ধুয়ে আড়াআড়ি দাগ কেটে নিন যেন মসলা ভেতর পর্যন্ত পৌঁছতে পারে। ম্যারিনেটের উপকরণ দিয়ে মেখে নিন মাংসের টুকরা। ১ ঘণ্টার জন্য রেখে দিন। কোটিংয়ের উপকরণ একসঙ্গে মেশান। তিনভাগের দুইভাগ ময়দার মিশ্রণ একটি বাটিতে আলাদা করে তুলে রাখুন। বাকি একভাগ ময়দা নিন কোটিংয়ের জন্য। একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিন। মসলামাখা মাংসের টুকরা ভালো করে ময়দার মিশ্রণে গড়িয়ে পানিতে ডুবিয়ে রাখুন কয়েক মিনিট। একবারে কয়েকটি টুকরা কোট করবেন ময়দায়। এরপর ময়দা জমাট বেঁধে গেলে সেটা চেলে রেখে দেওয়া বাকি অংশের অর্ধেক নিয়ে নিন। পানি থেকে তুলে আবার ময়দায় গড়িয়ে পানিতে ভিজিয়ে নিন। এভাবে তিনবার কোট করতে হবে। চেলে অবশিষ্ট ময়দা মিশিয়ে ফাইনাল কোট করুন। চাইলে কোট করা অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন দেড় মাস পর্যন্ত।
ভাজার জন্য প্যানে তেল গরম করে নিন। সময় নিয়ে মচমচে করে ভেজে তুলুন চিকেন। পরিবেশন করুন সসের সঙ্গে।