রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রেসিপি: তালের পোয়া পিঠা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

উপকরণ


ময়দা- ১ কাপ
সুজি- আধা কাপ
তালের রস- আধা কাপ
চিনি- আধা কাপ
তেল- ভাজার জন্য


প্রস্তুত প্রণালি
ময়দা ও সুজি মিশিয়ে নিন প্রথমে। এরপর তালের রস ও চিনি মেশান ময়দা ও সুজির মিশ্রণে। ১ কাপ পরিমাণ কুসুম গরম পানি অল্প অল্প করে দিন। পানি কম-বেশি লাগতে পারে। ৪ থেকে ৫ মিনিট ভালো করে ফেটান। খুব বেশি ঘন বা একদম পাতলা হবে না ব্যাটার। ১৫ মিনিট রেখে দিন সেট হওয়ার জন্য।
প্যানে তেল গরম করে নিন। চামচ বা মেজারমেন্ট কাপ দিয়ে ব্যাটার তুলে তেলে ছেড়ে দিন। মিডিয়াম টু হাই থাকবে চুলার আঁচ। দুই পাশ উল্টেপাল্টে ভেজে নিন পোয়া পিঠা।