মোদির জন্মদিনে গোপনে পূজা দিলেন যশোদাবেন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬৯ বছরে পা দিলেন। এদিকে মোদির জন্মদিনের ঠিক আগের দিন সোমবার তার নামে আসানসোলের কল্যাণেশ্বরী মন্দিরে গিয়ে গোপনে পূজা দিলেন তার স্ত্রী যশোদাবেন। তিনি কখন পূজা দিলেন, তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ।
সোমবার সকালে ঝাড়খণ্ডের ধানবাদে একটি সম্মেলনে আসেন তিনি। সেখান থেকে কাতরাশে গিয়ে একটি রাম মন্দিরে প্রথমে পূজা দেন যশোদাবেন। তারপর সেখান থেকে মাইথন হয়ে কল্যাণেশ্বরী মন্দিরে পৌঁছান যশোদাবেন। খুব গোপনীয়তা বজায় রেখেই তিনি পৌঁছে যান মন্দিরে। সঙ্গে ছিলেন যশোদাবেনের ভাই ও ভাইয়ের স্ত্রী। সেখানে, নিজের ও মোদির নামে পূজা দিয়েছেন তিনি।
যশোদাবেন আসবেন বলে, মন্দিরে নিরাপত্তা জোরদার ছিল। মন্দিরের ভেতরেও গোপনীয়তা বজায় রাখা হয়েছে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।
এবারই প্রথম নয়। এর আগেও লোকসভার ভোটের ফলপ্রকাশের দিন যশোদাবেনকে মোদির জন্য উপবাস করতে দেখা গেছে। সে সময়ই যশোদাবেন মোদির উন্নতি এবং নির্বাচনে বিজেপির জয়ের জন্য উপবাস করেছিলেন।