শনিবার   ০২ নভেম্বর ২০২৪   কার্তিক ১৮ ১৪৩১   ২৯ রবিউস সানি ১৪৪৬

‘মায়াবতী’র প্রশংসায় তারকারা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

গত শুক্রবার মুক্তি পেয়েছে অরুণ চৌধুরী পরিচালিত নতুন ছবি ‘মায়াবতী’। এতে প্রধান চরিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা ও ইয়াশ রোহান। এ ছবিটি দেখতে সোমবার রাতের শোয়ে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে হাজির হয়েছিলেন তারকা অভিনয়শিল্পী-নির্মাতারা। এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক জাকির হোসেন। 

ছবিটি দেখে লেখক, নাট্যকার ও সাংবাদিক আনিসুল হক বলেন, ছবিটিতে সুন্দর একটি গল্প ফুটিয়ে তুলেছেন অরুণ চৌধুরী। আমার মনে হয় ‘মায়াবতী’ দর্শকরা পছন্দ করবে। কারণ এ ধরনের গল্প পছন্দ করার মতোই। আর সবাই মন দিয়ে অভিনয় করেছেন। 

 

ছোট ও বড় পর্দার সফল নির্মাতা সালাহউদ্দিন লাভলু বলেন, তিশা এবং ছবির অন্য অভিনয়শিল্পীরা, এ ছবির গল্প, নির্মাণ সবকিছু দর্শকরা উপভোগ করবেন।

‘ঢাকা অ্যাটাক’ খ্যাত পরিচালক দীপংকর দীপন বলেন, বেশ ভালো লেগেছে। মায়াবতীর মায়ায় জড়িয়ে ছিলাম ২ ঘণ্টার বেশি সময়। দর্শক যেন হলে এসে যাচাই করে ছবিটি দেখে মন্তব্য করেন। 

 

 

অভিনেত্রী নির্মাতা আফসানা মিমি বলেন, ‘মায়াবতী’র সবচেয়ে বড় সম্পদ গল্প। এরকম গল্প নিয়ে কাজ করার জন্য পুরো টিমকে অভিনন্দন জানাই। 

 

নির্মাতা তৌকির আহমেদ তার শেষ দুটি ছবিতে নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে কাজ করেছেন। তিশার নতুন ছবি নিয়ে তৌকির আহমেদ বলেন, সময়োপযোগী একটি গল্প নিয়ে অরুণ দা এবং তিশাসহ ছবির পুরো টিম কাজ করেছেন, সেজন্য তাদেরকে অভিনন্দন। ‘মায়াবতী’র সফলতা কামনা করছি। বাংলা চলচ্চিত্রের নিয়মিত সাফল্য কামনা করছি। 

 চিত্রনায়ক ফেরদৌস বলেন, তিশা তো গুণী অভিনেত্রী। তাছাড়া ছবিতে এতো মেধাবী অভিনয়শিল্পীর সম্মিলন ভালো লেগেছে। অরুণ চৌধুরী ও পুরো টিমকে ধন্যবাদ এরকম ছবি উপহার দেয়ার জন্য। 

 

 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন বলেন, অরুন দা’র আমন্ত্রণে স্বপরিবারে ‘মায়াবতী’ দেখতে এসেছি। ছবিটি পরিবার নিয়ে দেখার মতোই ছবি। সবাই মিলে ছবিটি উপভোগ করেছি। এরকম ছবি নিয়ে কাজ করলে আবারো দর্শকরা হলমুখী হবে বলে আমি মনে করি। 

 

সঙ্গীতশিল্পী এলিটা করিম বলেন, দর্শকদের হলে আসতে হবে। হলে এসে ছবি দেখে মন্তব্য করতে হবে। ‘মায়াবতী’র পুরো টিমকে শুভেচ্ছা। 

 

 

এছাড়াও স্বপরিবারে ছবিটি দেখতে এসেছিলেন ছবির অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু, আব্দুল্লাহ রানাসহ নাট্যকার শফিকুর রহমান শান্তনু, আলীফ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন প্রযোজক আনোয়ার আজাদ, পরিচালক চয়নিকা চৌধুরী, সঙ্গীতশিল্পী অনন্যা আচার্য্য, টিনা মুশতারী প্রমুখ। 

 

সফল এই আয়োজন শেষে পরিচালক অরুন চৌধুরী সাংবাদিকদের জানান, খুব শিগগিরই তৃতীয় সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। 

‘মায়াবতী’ ছবির গল্প গড়ে উঠেছে ‘ওমেন ট্র্যাফিকিং’র মতো বিষয়কে ঘিরে। ‘মায়া’ নামের এক কিশোরী ছোটবেলায় মায়ের কাছ থেকে চুরি হয়ে বিক্রি হয় দৌলতদিয়ার রেড লাইট এরিয়ায়। সেখানে বেড়ে ওঠা, সঙ্গীত গুরু খোদাবক্সের সঙ্গে গুরু-শিষ্য সম্পর্ক ও ব্যারিস্টার পুত্রের সঙ্গে মায়ার প্রেম নিয়ে সঙ্গীতনির্ভর ছবি ‘মায়াবতী’। 

 

 

আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন প্রযোজিত এ ছবিটি পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া ও মার্কেটিং কনসালটেন্ট থ্রি আর মিডিয়া। শুক্রবার থেকে ঢাকার ভেতরে- স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভাব, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা, বলাকা সিনেওয়ার্ল্ড, শ্যামলী সিনেমা, আনন্দ ও সেনা অডিটরিয়াস (সাভার) এ চলছে  ‘মায়াবতী’ ছবিটি। 

 

ঢাকার বাইরে- সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), বর্ষা (জয়দেবপুর), চম্পাকলি (টুঙ্গি), রানিমহল (ডেমরা), ছায়াবানী (ময়মনসিংহ), শাপলা (রংপুর), নিউ মেট্টো (নারায়ণগঞ্জ), চিত্রালি (খুলনা), মডার্ণ (দিনাজপুর), পূর্বাসা (শান্তাহার), মালঞ্চ (টাংগাইল), চন্দ্রা (কালীগঞ্জ) ও রাজুতে (ঈশ্বরদী) প্রদর্শিত হচ্ছে ছবিটি।