চুল লম্বা করতে একটি উপায়ই যথেষ্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫০ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
চুল লম্বা করার শখ প্রায় সব নারীদেরই থাকে। আর সবসময় চুল কাটতেও খারাপ লাগে। পুষ্টিহীনতার অন্যতম লক্ষণ চুল না বাড়া। এছাড়াও রুক্ষতার কারণে চুল ফাটে। এর ফলে চুল আর বাড়তে পারে না। তাই চুলের পুষ্টি ফিরিয়ে আনুন এই একটি উপায়েই। তাহলেই চুল দ্রুত লম্বা হবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই সহজ উপায়টি-
১ টি ডিম, পরিমাণ মতো অলিভ অয়েল এবং মধু এক সঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এবার এটি চুলে খুব ভালোভাবে লাগিয়ে একটি শাওয়ার ক্যাপ কিংবা কাপড় দিয়ে ঢেকে রাখুন ৩০ মিনিট। এরপর মৃদু শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন এই মাস্ক ব্যবহার করুন। দেখবেন খুব দ্রুত ফল পেটে শুরু করবেন।
সতর্কতা
> চুল মোছার জন্য নরম তোয়ালে ব্যবহার করতে হবে। চুল বেশি ঘষে ঘষে মোছা যাবেনা। এতে চুল ফেটে যায় বেশি। ভেজা চুল আস্তে আস্তে মুছতে হবে।
> ভেজা চুল আঁচড়ানো যাবে না।
> চুল ভালোভাবে নরম তোয়ালে দিয়ে মুছে, ফ্যানের বাতাসে বা আলো বাতাসপূর্ণ জায়গায় শুকাতে হবে। কোনক্রমেই হেয়ার ড্রায়ার ব্যবহার করা যাবে না।
> ইলেক্ট্রিক সকল যন্ত্র ব্যবহার পরিহার করতে হবে।
> চুলের রুক্ষতা কমাতে এবং আগা ফেটে যাওয়ার প্রবণতা রোধ করতে, প্রতিদিন শ্যাম্পু করা বাদ দিতে হবে। কারণ চুল ধোয়ার ফলে, মাথার ত্বকের তেলও ধুয়ে যায়। তাই সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি শ্যাম্পু করা উচিত নয়। শ্যাম্পুর রাসায়নিক উপাদানও চুলের ক্ষতির কারণ হতে পারে।