রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

পূজায় ফেসিয়াল তো করবেন? এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

পূজা শুরু হতে আর বেশি দেরি নেই। তাইতো পূজাতে নিজেকে আরো সুন্দর দেখাতে প্রত্যেক নারীই ভিড় জমায় পার্লারে। কেনাকাটা থেকে শুরু করে রূপচর্চা কোনো কিছুতেই কমতি থাকে না। আর রূপচর্চার ক্ষেত্রে ফেসিয়াল সবার আগেই থাকে। তবে এর জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে কিছু বিষয়।

কারণ একেক ধরনের ফেশিয়ালের ক্ষেত্রে একেক রকম সময়ের ব্যবধান বজায় রাখা জরুরি। ফেসিয়ালের ক্ষেত্রে বিশেষ করে এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুন। চলুন তবে জেনে নেয়া যাক এ বিষয়ে-

১) ফেশিয়ালের দু’ রকমের হয়- বেসিক আর অ্যাডভান্সড ফেশিয়াল। কারো অনুরোধে নয়, ফেশিয়াল করা উচিত ত্বকের ধরন অনুযায়ী। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

২) বেসিক ক্লিন আপ ফেশিয়াল বাড়িতে সপ্তাহে এক দিনই করা যেতে পারে।

 

৩) অ্যাডভান্সড ফেশিয়াল মাসে ২ বারের বেশি কোনো ভাবেই করা উচিত নয়।

৪) ত্বকের ক্ষতি না করে অ্যাডভান্সড ফেশিয়াল করতে চাইলে মাসে ২ বারের বেশি ফেশিয়াল করার প্রয়োজন নেই।

৫) একবার অ্যাডভান্সড ফেশিয়াল করার পর অন্তত ১৫ দিনের ব্যবধান থাকা জরুরি। না হলে উল্টো ত্বকের ক্ষতি হয়ে যেতে পারে।