আপনার ক্রিমটি কি ভিটামিন সি যুক্ত? তবে সাবধান হোন এই বিষয়গুলোতে
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
অনেকেই রূপচর্চায় লেবুর রস ব্যবহার করেন। জানেন কি, লেবুর রসে খুব বেশি পরিমাণে এসিড থাকে (২ পিএইচঃ 2 pH)। তাই সরাসরি এটি ব্যবহার করলে আপনার ত্বকে স্থায়ীভাবে ক্ষতি হতে পারে।
আবার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ভিটামিন সি যুক্ত ক্রিম ব্যবহার করেন অনেকেই। এক্ষেত্রেও আছে কিছু সাবধানতা। চলুন জেনে নেয়া যাক-
> লেবুর রস ত্বকে জ্বালা- যন্ত্রণা, লালচে দাগ, পোড়া ভাব, চুলকানি, হাইপারপিগ্মেন্টেসন, মেছতা এবং কালো দাগের মতো সমস্যা তৈরি করতে পারে। আর লেবুর রস লাগিয়ে সূর্যের সংস্পর্শে গেলে ক্ষতি আরো ভয়ংকর হতে পারে, কারণ এসিডে সূর্যের তাপ লাগলে আরো উদ্দেপিত হয়। শুধু তাই নয়, লেবুর রস লাগিয়ে যেকোনো ধরনের তাপযুক্ত পরিবেশে গেলেও সমান ক্ষতি হতে পারে।
> অনেকে ভিটামিন সি ক্রিম ব্যবহার করেন। ভিটামিন সি ক্রিম ব্যবহার করে সূর্যের সংস্পর্শে বা রান্না ঘরে গিয়ে রান্না করার ফলে ত্বক গ্লো না হয়ে উল্টা কালো হয়।
> যদি দিনে ভিটামিন সি দিয়ে তৈরি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই বাহিরে বা রান্না ঘরে যাওয়ার আগে ঐ প্রোডাক্ট ব্যাবহার করার পর সান প্রোটেকশন ক্রিম ব্যবহার করবেন।
> সাইট্রিক এসিড বা জিঙ্ক অক্সাইডের মতো উপাদান দিয়ে তৈরি প্রোডাক্ট ব্যবহারে একই নিয়ম অনুসরণ করা ভালো। তবে ভিটামিন সি দিয়ে তৈরি কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট রাতে ব্যবহার করাই নিরাপদ।