শনিবার   ০২ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৯ রবিউস সানি ১৪৪৬

বাংলাদেশে মীরাক্কেলের অডিশন ২৭ সেপ্টেম্বর

বিনোদন ডেস্ক:

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:২১ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

কলকাতার বেসরকারি স্যাটেলাইট চ্যানেল জি-বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ সিজন-১০ এর অডিশন অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর। 

রাজধানীর এম্মানুয়েলস ব্যাঙ্কুয়েট হলে এদিন সকাল ১০টা থেকে নিরবিচ্ছিন্নভাবে বিকেল ৫ টা পর্যন্ত চলবে এ অডিশন।

‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ এর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, ‘বাংলাদেশে এবার শুধু একটিই অডিশন হবে। সুতরাং, যারা মিরাক্কেলে অংশ নিতে চাও তারা অবশ্যই এই অডিশন মিস করো না। এর পরে আর কোন সুযোগ নেই।
কি প্রস্তুতি নিতে হবে??
- নিজের লেখা নতুন জোক বলতে হবে
তাহলে দেখা হচ্ছে সবার সাথে’

এ ব্যাপারে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ সিজন-৬ এর ফাইনালিস্ট এবং সিজন-৯ এর মেন্টর ইশতিয়াক নাসির জানান, ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ সিজন-৯ শেষ হওয়ার পর গত তিন বছরে সবচেয়ে বেশি যে প্রশ্নটি আমাকে শুনতে হয়েছে, আবারো কবে মীরাক্কেল শুরু হবে। সবার অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। জি-বাংলার পর্দায় আবারো আমরা খুব শিগগিরই দেখতে পাবো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ সিজন-১০। এবার বাংলাদেশ থেকে যারা অংশ নিতে চান তাদের উদ্দেশ্যে বলি আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকার গুলশানে এমানুয়েল ব্যাংকুয়েট হল ( ঢাকা নিউ হল) এ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ সিজন-১০ এর জন্য অডিশন। তাই যারা অংশ নিতে ইচ্ছুক তারা নিজের জোকস নিয়ে, নতুন জোকস নিয়ে চলে আসুন অডিশন রাউন্ডে। আশাকরছি বরাবরের মত এবারো বাংলাদেশ থেকে বেশ কিছু ট্যালেন্টেড পারফর্মার মীরাক্কেল-১০ এর পর্দায় দেখতে পারবো। সবার জন্য শুভ কামনা রইল।     

‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মীর আফসার আলী। মূল পর্বগুলোতে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দোপাধ্যায়।