শনিবার   ০২ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৯ রবিউস সানি ১৪৪৬

বিশ্ববিদ্যালয়ে অভিনেত্রীর শাড়ি ছেঁড়ার চেষ্টা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার

আন্দোলনে উত্তপ্ত ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেশটির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে দফায় দফায় হেনস্তা করা হয়েছে। খোদ রাজ্যপাল ঘটনাস্থলে পৌঁছে মন্ত্রীকে উদ্ধার করেন।

তবে যাদবপুরে শুধু কেন্দ্রীয় মন্ত্রীকে হেনস্তা করা নয়, বিক্ষোভের মধ্যে পড়তে হয় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলকেও। অগ্নিমিত্রা পল কলকাতার একজন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার ও বলিউড অভিনেত্রী।

বিজেপি নেত্রী অভিযোগ করেছেন, আমার শাড়ি ছিঁড়ে দেয়ার চেষ্টা করেছে। মারধর করেছে। কোনোরকমে স্টেজে উঠেছি। একই অবস্থা বেরোনোর সময়। লেফট ফ্রন্টের হাজার হাজার ছেলে বাইরে দাঁড়িয়ে ছিলো।

অভিনেত্রী বলেন, বাবুলকে মেরেছে। সেই সময় আমাকেও ওরা ছাড়েনি। আমি বেরোতে পারিনি। পারলে আমাকে মেরেই ফেলতো।