যে কারণে কনডম নিয়ে বাসে উঠছেন ড্রাইভাররা!
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১৮ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৯ রোববার
এক প্রকার বাধ্য হয়েই কনডম নিয়ে বাসে উঠছেন ড্রাইভাররা! এর ব্যত্যয় ঘটলে ট্রাফিক পুলিশ করছে মোটা অঙ্কের জরিমানা। তবে ব্যাপারটি একদমই ভিন্ন কিছু!
ভারতের রাজধানী দিল্লিতে কনডম রাখার এ বিধি চালু করা হয়েছে। ক্যাব চালকরা বলছেন, কনডম গাড়িতে না রাখার কারণে তাদের মোটা অঙ্কের জরিমানা দিতে হচ্ছে।
ধর্মেন্দ্র নামে এক ক্যাব চালক দাবি করেন, সম্প্রতি জরুরি বক্সে কনডম না রাখার জেরে ট্রাফিক পুলিশ তাকে মোটা অঙ্কের জরিমানা করেছে। এরপর থেকেই সে কথা ছড়িয়ে পড়ে।
এদিকে ক্যাবে কনডম রাখা বাধ্যতামূলক হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়ার পর খুব ভয় পাচ্ছেন নারীরা। এ বিষয়ে সরকারি কর্মকর্তারা বলছেন, কোনো যাত্রীর যদি গুরুতর ক্ষত হয়, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে রক্ত বন্ধ করার জন্য ক্যাবে কনডম রাখার বিধান চালু করা হয়েছে।
তারা আরো বলছেন, যাত্রীর হাসপাতালে পৌঁছা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা হিসেবে রক্তপাত বন্ধ করার জন্যই এই কনডমের ব্যবস্থা।
অন্যদিকে দিল্লির অনেক ট্রাফিক পুলিশ জানেন-ই না যে, ক্যাবে কনডম রাখার বাধ্যতামূলক করা হয়েছে। এমনকি এ ব্যাপারে কোনো চালক তাদের কাছে জানতে চাইলে তারা সদুত্তর দিতে পারেনি। পাশপাশি তারা মুচকি হেসেছেন।