সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

লিগ পর্ব শেষে সর্বোচ্চ উইকেট শিকারি মুজিব-সাইফউদ্দিন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ত্রিদেশীয় টি-২০ সিরিজের লিগ পর্ব শেষে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি আফগানিস্তানের মুজিব উর রহমান ও বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন। দুইজনই ৭টি করে উইকেট শিকার করেছেন। 

শীর্ষ পাঁচে বাংলাদেশের সাইফউদ্দিন ছাড়া আর কেউই নেই। সাইফউদ্দিনের পর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

লিগ পর্ব শেষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের শীর্ষ পাঁচ বোলার :

 

খেলোয়াড়                                        ম্যাচ    ওভার     রান     উইকেট
মুজিব উর রহমান (আফগানিস্তান)        ৪       ১৫.০      ৯১        ৭
মোহাম্মদ সাইফউদ্দিন (বাংলাদেশ)        ৪       ১৬.০      ৯৬       ৭
ক্রিস এমপোফু (জিম্বাবুয়ে)                   ২        ৮.০      ৭২        ৬
রশিদ খান (আফগানিস্তান)                  ৪        ১৫.০    ১০৮      ৬
কাইল জার্ভিস (জিম্বাবুয়ে)                    ৪        ১৫.০    ১৪৩       ৬