ইয়েমেনের কাছে ৩ গোলে হারল বাংলাদেশের কিশোররা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:০৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের শেষ ম্যাচে ইয়েমেনের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশের কিশোররা।
রবিবার কাতারের অ্যাস্পার ডোম স্টেডিয়ামে শক্তিশালী ইয়েমেনের কাছে হেরে চ্যাম্পিয়নশিপ মিশন শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথমার্ধ ভালোই লড়াই করে বাংলাদেশ। প্রথমার্ধে ইয়েমেনকে নিজেদের রক্ষণভাগ ভাঙতে দেয়নি লাল-সবুজের দলটি। ফলে গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।
তবে বিরতিতে ফিরে এসে ৬৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় ইয়েমেন। পেনাল্টি ডি-বক্সের ভেতর থেকে বাম পায়ের দারুণ ফিনিশিংয়ে গোল করেন মোহাম্মদ আলী।
৭২ মিনিটে কর্নার থেকে গোল দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হামজা মাহরুজ। ৭৮ মিনিটে ওয়ান টু ওয়ান ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন হামজা। ম্যাচের শেষ দিকে একটি গোলের সুযোগ নষ্ট করে ইয়েমেন। পেনাল্টি শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক।
এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ০-২ গোলে হারে স্বাগতিক কাতারের কাছে। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ০-৩ গোলে হারায় কিশোররা।