সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

নেইমারের শেষ মুহূর্তের গোলে পিএসজি`র জয়

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:১০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

নিষেধাজ্ঞার কারণে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে পারেননি এই পিএসজি ফরোয়ার্ড নেইমার। তার আগে দল-বদলের নানা বিতর্কিত সময় পার করে স্ত্রসবুর্গের বিপক্ষে চলতি মৌসুমে প্রথম ম্যাচ খেলতে নামেন তিনি। সেই ম্যাচে খোদ ঘরের সমর্থকদের কাছে দুয়ো শুনলেও রবিবার দিবাগত রাতে লিঁও’র মাঠে নেইমারের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি।

এদিন শুরু থেকে আক্রমণের ঢেউ তুললেও কোচ সিলভিনহোর দলের রক্ষণভাগে ফাটল ধরাতে পারছিলেন না নেইমার-আনহেল দি মারিয়ারা। গোলশূন্যভাবে প্রথমার্ধ শেষ করে দু’দল। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার ধরে রাখে পিএসজি। বল নিয়ে এগিয়ে গেলেও গোলের দেখা পাচ্ছিল না ফরাসি চ্যাম্পিয়নরা। ৮৭ মিনিটে কাঙ্ক্ষিত সে সুযোগ চলে আসে তাদের সামনে। দি মারিয়ার দুর্দান্ত পাস থেকে লিঁও’র ডিফেন্ডারদের বাঁ-পায়ের জাদুতে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দেন নেইমার।