আজ দিন-রাত সমান, পরিবর্তন ঘটবে আবহাওয়ার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার
আজ দিন-রাত সমান। পৃথিবীর সর্বত্র প্রতি বছরের সেপ্টেম্বর ও মার্চের দু’বার এমন ঘটনা ঘটে। এর একটি দিন হলো ২১ মার্চ এবং অন্যটি ২৩ সেপ্টেম্বর। আজ সূর্য উত্তর আর দক্ষিণ অয়নান্তের মাঝামাঝি ঠিক বিষুব রেখা বরাবর কিরণ দেবে।
এদিন সূর্যের চারদিকে আপন কক্ষপথে পৃথিবীর পরিক্রমণের কারণে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে সরে যেতে শুরু করবে। আবহাওয়াও উত্তরা বাতাসে শীত থেকে শীতার্ত হবে। ধীরে ধীরে দীর্ঘ হতে পরবর্তী রাতগুলো। এটাকে সূর্যের বিষূব রেখা অতিক্রমের সময়কালও বলা হয়।
এ সময় থেকে গ্রীষ্মকালীন আবহাওয়ার পরিবর্তন ঘটে এবং উত্তর গোলার্ধের দেশগুলো ক্রমে শীতকালীন আবহাওয়ার দিকে যেতে থাকে। এ সময় কোথাও শরৎকাল আবার কোথাও হেমন্তকাল। অপর দিকে এ সময় দক্ষিণ গোলার্ধে শীতকালীন আবহাওয়া থেকে বসন্তকালীন আবহাওয়ার দিকে যেতে থাকে।