রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঝড় তাপাহ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:০২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

জাপান ও দক্ষিণ কোরিয়ার দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঝড়। আবহাওয়ার পূর্বাভাস পেয়ে দু দেশের এক হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

জাপানের আবহাওয়া দফতর এখন পর্যন্ত এই ঝড়কে টাইফুনের তকমা না-দিলেও, বলা হয়েছে দক্ষিণ চীন সাগরে সৃষ্টি হয়েছে এই ট্রপিক্যাল স্টর্ম। এটি উত্তর-উত্তরপূর্ব দিকে জাপান ও দক্ষিণ কোরিয়া উপকূলের মাঝ বরাবর এগোচ্ছে। তাপাহ নামে এই ঝড়ের গতিবেগ বর্তমানে ঘণ্টায় ৩০ কি:মি। তা বেড়ে ঘণ্টায় ১০৮ কি:মি ও সর্বাধিক ১৬২ কি:মি/ঘণ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

 

এর প্রভাবে জাপানের কিউশু দ্বীপে ভারী বৃষ্টি শুরু হয়েছে। শনিবার পর্যন্ত সেখানে বৃষ্টির পরিমাণ ৪০০ মি:মি। চলতি মৌসুমে এই নিয়ে ওই এলাকায় ১৭ ধরনের ঝড় আসছে। জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইকে জানিয়েছে, রোববার ঝড়ের কারণে ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

সতর্কতা অবলম্বন করেছে দক্ষিণ কোরিয়াও। সেখানেও শনিবার পর্যন্ত ৪৭৬ মি:মি বৃষ্টি হয়েছে। তাপাহ-র কারণে রোববার সেখানে বাতিল করা হয়েছে ৫০০ টির বেশি ফ্লাইট।