‘সি-ফরটি’ সম্মেলনের আমন্ত্রণ পেলেন মেয়র সাঈদ খোকন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সি-ফরটি সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ সম্মেলনে বিশ্বের ৪০টি বড় শহরের মেয়ররা অংশ নেবেন।
সোমবার এ আমন্ত্রণ জানানোর জন্য নগর ভবনে আসেন ডেনিস রাষ্ট্রদূত উইনি পিটারস।
অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় শহরের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বাসযোগ্যতা এবং হ্যাপি ইনডেক্সে কোপেনহেগেন শহরের অবস্থান শীর্ষে উল্লেখ করে মেয়র সাঈদ খোকন বলেন, জলবায়ু, প্রযুক্তি, কালচারসহ নানা বিষয়ে শেয়ারিংয়ের মাধ্যমে নিজ নিজ শহরকে কিভাবে আরো সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলা যায় এ সম্মেলনের মাধ্যমে সে অভিজ্ঞতা শেয়ারিং হবে।
ডেনিস রাষ্ট্রদূত বলেন, বিশ্বের বড় বড় শহরের মেয়রদের নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। ফলে জলবায়ু প্রযুক্তিসহ নানা বিষয়ে শেয়ারিংয়ের মাধ্যমে পারস্পরিক কোলাবরেশনের মধ্য দিয়ে নগরীগুলো হবে সমৃদ্ধ।