সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শুরু হলো বিইউপি ফিল্ম ফেস্ট-২০১৯

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্-এ মঙ্গলবার থেকে শুরু হলো ‘বিইউপি ফিল্ম ফেস্ট-২০১৯’। বিইউপি ফিল্ম ক্লাব (বিইউপিএফসি) প্রথমবারের মতো এ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। 

এদিন সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন বিইউপির ট্রেজারার, এয়ার কমোডোর মোহাম্মাদ বেলাল, বিইউপি, এনডিও, এনডিসি, পিএসসি, জিডি(পি)। 

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটিজিক স্ট্যাডিস এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সিদ্দিকুল আলম শিকদার, বিএসপি, এনডিসি, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিইউপি বিজয় অডিটরিয়ামে বড় পর্দায় প্রদর্শিত হয় তৌকীর আহমেদ পরিচালিত, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘ফাগুন হাওয়ায়’।

প্রদর্শনী শেষে চলচ্চিত্র বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে চলচ্চিত্র বিষয়ক নানান বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। তিনি বর্তমান সময়ে বাংলাদেশে রুচিশীল চিন্তাধারার চলচ্চিত্রের অভাবের দিকটি তুলে ধরেন। কর্মশালা শেষে ছাত্রছাত্রীদের নানান প্রশ্নের জবাব দেন তিনি।

এরপর শর্ট ফিল্ম কনটেস্ট এর অংশ হিসেবে প্রতিযোগীদের পাঠানো শর্ট-ফিল্মগুলোর মধ্য থেকে আটটি ফিল্ম প্রদর্শিত হয়। 

 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিইউপি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ দিন ২৪ তারিখ বিকেলে এ উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে তিনি পুরস্কার তুলে দেবেন। 

দুই দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।