মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪   পৌষ ৯ ১৪৩১   ২২ জমাদিউস সানি ১৪৪৬

২৫ সেপ্টেম্বরে আসছে ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধ’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৪৩ এএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

জীবনের একঘেয়েমি কিংবা ক্লান্তিকর মুহূর্তগুলোকে আড়াল করতেই যেন একটি চ্যানেল থেকে আরেকটি চ্যানেলেই যেন চলে যান বহু মানুষ। তাদের চাহিদা হলো ভালো কিছু অনেক নাটক, টেলিফিল্ম এবং সিনেমা দেখে মনের খোরাক মেটানো। ভাল গল্পের আকালের দিনেই চাহিদা পুরণ না হওয়াটাই তো স্বাভাবিক। 

তাই তো অন্য রকম মজার গল্প নিয়েই হাজির হচ্ছেন নাট্যকার ও পরিচালক শিমুল সরকার। শিমুল সরকারের লেখা এবং পরিচালিত টেলিফিল্ম ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধ ’আগামী ২৫ সেপ্টেম্বর চ্যানেল আই'তে  দেখা যাবে।

 

টেলিভিশন মিডিয়ায় ১৪ বছরের পথ চলায় এটাই দ্বিতীয় বারের মতো তার নিজের অভিনয় করা একটি মজার টেলিফিল্ম। 

টেলিফিল্মে গতানুগতিক কমেডি ধাঁচের বাইরে এসে খুব অসাধারন অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। তার পাশাপাশি আছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। আরো আছেন তার কাছের কিছু মানুষ।