আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে হামলা, নিহত ৪০
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে দেশটির সরকারি বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৪০ জন। এসময় আহত হয়েছেন আরও ১৮ জন আহত হয়েছেন।
রবিবার গভীর রাতে ভুল করে একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমানবাহিনী ও আফগান সেনারা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
সোমবার প্রাদেশিক সরকারের দুই কর্মকর্তার এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতের সবাই বেসামরিক নাগরিক।
তালেবান জঙ্গিরা আত্মঘাতী বোমা হামলাকারীদের প্রশিক্ষণ দেয় এমন একটি বাড়িতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে আফগান নিরাপত্তাবাহিনী। এই ভবনের পাশে একটি বিয়ের অনুষ্ঠানস্থলও নিরাপত্তাবাহিনীর টার্গেটে পরিণত হয়।
হেলমান্দ প্রাদেশিক পরিষদের সদস্য আত্তাউল্লাহ আফগান বলেন, হামলায় ৪০ বেসামরিক নাগরিক নিহত ও ১৮ জন আহত হয়েছেন। মুসা কালা জেলার খাকসর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন হতাহতরা। এ সময় হঠাৎ বিয়ের এই অনুষ্ঠানস্থল আক্রান্ত হয়।