রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইন্দোনেশিয়ায় সরকারি ভবনে বিক্ষোভকারীদের আগুন, নিহত ২০

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

শিক্ষকের বর্ণবাদী মন্তব্যের জেরে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে সরকারি ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এতে  কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৬৫ জন। খবর ফ্রান্স২৪’র।

সোমবার কয়েকশ বিক্ষোভকারী ওয়ামেনা শহরের ওই সরকারি ভবনসহ আরও বেশ কিছু ভবনে আগুন ধরিয়ে দেয়। বিক্ষোভকারীদের অধিকাংশই স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।

জানা গেছে, ভবনগুলোতে আগুন ধরে যাওয়ায় পর ভেতরেই আটকা পড়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এক শিক্ষকের বর্ণবাদী মন্তব্যের পর থেকেই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা ওই শিক্ষকের এমন মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

 

গত আগস্টের কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভের কারণে অস্থিরতা শুরু হয়। বিক্ষোভ দমনে টিয়ার ছুঁড়েছে পুলিশ। 

পাপুয়ার সেনাবাহিনীর মুখপাত্র ইকো দারিয়ানতো এএফপিকে বলেন, সোমবারের সহিংসতা থেকে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।