কেনিয়ায় শ্রেণিকক্ষ ধসে ৭ শিক্ষার্থী নিহত, আহত ৫৭
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
কেনিয়ার রাজধানী নাইরোবির একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষ ধসে অন্তত সাত শিক্ষার্থী নিহত ও ৫৭ আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে রাজধানীর ‘প্রিশিয়াস ট্যালেন্ট টপ স্কুলে’ এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পরই কাঠে বানানো স্কুলটির ক্লাসরুম ধসে পড়ে। এ সময় অনেক শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে।
এরই মাঝে কেনিয়া রেড ক্রস কর্তৃপক্ষ উদ্ধার কিছু শিশুকে কেনিয়াত্তা জাতীয় হাসপাতালে স্থানান্তর করেছে।
এদিকে প্রতিষ্ঠানটির পরিচালক মোজেস এনদিরাঙ্গু অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনার জন্য সম্প্রতি স্কুলভবনের কাছে স্যুয়ারেজ পাইপ বসানোকে দায়ী করেছেন। এর ফলে ভবনের ভিত্তি দুর্বল হয়ে গেছে বলে দাবি করেন তিনি।