মিসরে সিসি বিরোধী বিক্ষোভে আটক পাঁচ শতাধিক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন মিসরের জনগণ। সিসি বিরোধী বিক্ষোভে অংশ নেয়া প্রায় পাঁচ শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া এবং বেশ কিছু শহরে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা।
আটকের বিষয়টি দেশটির মানবাধিকার সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে। তবে এসব বিক্ষোভ থেকে আসলেই কতজনকে আটক করা হয়েছে সরকারিভাবে সে সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
শুক্রবার দেশটির তাহরির স্কয়ার চত্বরকে ঘিরে রাতে শত শত লোক রাস্তায় নেমে আসেন। ২০১১ সালে আরব বসন্তের কেন্দ্রস্থল ছিল এই চত্বরটি। এতে তখনকার স্বৈরশাসক হোসনে মোবরকের পতন ঘটেছিল। মধ্যপ্রাচ্যজুড়ে যার রেশ এখনো রয়ে গেছে।
আবারও সেখান থেকেই মিসরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসিকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা ‘সিসি তুমি বিদায় হও বলে স্লোগান দিয়ে দিচ্ছে’।
২০১৩ সালে মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি। তার কয়েক বছরের শাসনামলে বহু মানুষকে হত্যা এবং লাখ লাখ মানুষকে আটক করা হয়।