ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান, অস্ত্রভাণ্ডারে যুক্ত হলো ১৮ ক্ষেপণাস্ত্র
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার
নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। সেই ধারাবহিকতায় ইরানের অস্ত্রভাণ্ডারে নতুন করে আরও ১৮টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও টর্পেডো সংযুক্ত করা হয়েছে। সোমবার ‘পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ’ উপলক্ষ্যে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে আয়োজিত কুচকাওয়াজে এসব অস্ত্র উন্মোচন করা হয়।
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, এ দিন ‘কাদের’, ‘এমাদ’, ‘সেজ্জিল’, ‘খোররামশাহর’ ও ‘কিয়াম’-সহ বিপ্লবী গার্ড বাহিনীর ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।
কুচকাওয়াজে ‘হেইল’ নামে স্বল্প উচ্চতার একটি আর্টিলারি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও উন্মোচন করা হয় বলে খবরে জানানো যায়।
এছাড়াও এ দিন তেহরান নিজেদের প্রযুক্তিতে তৈরি ‘পাওয়ার ৩৭৩’ নামে সহজে বহনযোগ্য আরেকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে। এটি রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার সমকক্ষ।