সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

আজ কোহলিকে টপকে যাওয়ার সুযোগ মাহমুদউল্লাহ’র

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

আর এই ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। শের-ই বাংলায় আর মাত্র ১০ রান করতে পারলেই টি-টোয়েন্টিতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টপকে যাবেন মাহমুদউল্লাহ।

 

শের-ই বাংলায় সর্বোচ্চ রানের মালিক এখন কোহলি। মিরপুরের এই মাঠে ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪৭২ রান করেছেন কোহলি।

অন্যদিকে, এই মাঠে ২১ ম্যাচ খেলে ৪৬৩ রান করেছেন মাহমুদউল্লাহ। আর মাত্র ১০ রান করতে পারলেই শেরে বাংলায় টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলিকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন মাহমুদউল্লাহ।