সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তরুণরাই বাংলাদেশকে এগিয়ে নেবে: এইচটি ইমাম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

তরুণরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। তাই তোমরা যারা দেশকে ভালোবাসো, বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করো, তারা কখনও ভুল করবে না। তরুণরাই বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে ‘গৌরবের অভিযাত্রায় ৭০ বছর, তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম একথা বলেন। অনুষ্ঠানে আসা তরুণরা বিভিন্ন বিষয়ে অতিথিদের প্রশ্ন করেন। অতিথিরা সেসব প্রশ্নের উত্তর দেন।

তরুণ-তরুণীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল, ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। ভবিষ্যতের সেই ডিজিটাল বাংলাদেশ এখন আমরা দেখতে পাচ্ছি। আর এখনকার তরুণরা তারুণ্যদীপ্ত। বঙ্গবন্ধু, নেতাজী সুভাস চন্দ্র বসুর জীবনী পড়লে আমরা জানতে পারি তারা তরুণ বয়সে নেতৃত্ব দিয়েছেন। তবে চিন্তা-ভাবনা যদি সতেজ হয়, তবে তুমি সব সময় তরুণ।  জন্য সব সময় ইতিবাচক ভাবনা রাখতে হবে।

দলে অনুপ্রবেশকারীদের ব্যাপারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, অনুপ্রবেশকারীরা দলের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি দেশেরও ক্ষতি করছে। বর্তমান অভিযান হঠাৎ সিদ্ধান্তে আসেনি। প্রধানমন্ত্রীর হাতে তথ্যপ্রমাণ আসার পর অভিযান শুরু হয়। দলে অনুপ্রবেশকারীদের ঝেটিয়ে বিদায় করে পরিচ্ছন্ন দল গড়ে তোলা হবে।

তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ছড়ানো হয়। সামাজিক যোগযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তরুণদের সরব থাকতে হবে। আর ডিজিটাল নিরাপত্তা আইন সবার নিরাপত্তার জন্যই তৈরি করা হয়েছে। 

রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে দীর্ঘদিনেও শিল্পায়ন গড়ে ওঠেনি। বাবা শহীদ কামারুজ্জামান তৎকালীন কিছু শিল্প-কারাখান গড়ে তুলেছিলেন। এরপর আর শিল্পায়ন হয়নি। রাজশাহীর সিল্কের ব্যাপক সম্ভাবনা এখনও রয়েছে। এই সিল্কে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। 

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান। 

অনুষ্ঠানে মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও তরুণ-তরুণীরা অংশ নেন।