শনিবার   ০২ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৯ রবিউস সানি ১৪৪৬

দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন মহেশ বাবু

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

দক্ষিণ ভারতীয় সিনেমায় সেরা অভিনেতার সম্মানজনক পুরস্কার ‘দাদাসাহেব ফালকে’ লাভ করেছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। দক্ষিণ ভারতে এই প্রথমবার এই অ্যাওয়ার্ড দেওয়া হলো।

২০ সেপ্টেম্বর হায়দারাবাদে দাদাসাহেব ফালকে (সাউথ) অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দক্ষিণ ভারতে এটাই ছিল প্রথম আয়োজন। দক্ষিণী চিত্রজগতের সব বড় বড় তারকা উপস্থিত ছিলেন এই উৎসবে। আর প্রথমবারেই সেরা অভিনেতা হিসেবে ভারতের সর্বোচ্চ সম্মানজনক এই অ্যাওয়ার্ডটি লাভ করেছেন মহেশ বাবু। 

মহেশ বাবু তার ভক্তদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিলেন। তার অভিনয় প্রতিভার এমন সম্মানজনক স্বীকৃতি সত্যিই ঈর্ষণীয়। গত বছরের ‘ভারত আনে নেনু’ সিনেমায় অনবদ্য অভিনয়ের সুবাদে তিনি এই অ্যাওয়ার্ড লাভ করলেন। তবে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি মহেশ। তিনি তার পরবর্তী সিনেমার শুটিংয়ে ব্যস্ত। তার পক্ষে স্ত্রী নম্রতা শিরোদকর পুরস্কারটি গ্রহণ করেন।

মহেশের পক্ষে তার স্ত্রী অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন

‘ভারত আনে নেনু’ (২০১৮) সিনেমায় দুর্দান্ত পারফরম্যান্স করেন মহেশ বাবু। তার সঙ্গে ছিলেন কিয়ারা আদবানি, প্রকাশ রাজসহ অনেকে। সিনেমাটি শুধু ভক্তদের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করেছে এমন নয়, সমালোচকদেরও দারুণ প্রশংসা কুড়িয়েছে। আর মহেশ বাবু তো প্রশংসায় ভেসেছেন শুধু। বক্স অফিসে রীতিমতো রেকর্ড গড়েছে সিনেমাটি। মাত্র ৬৫ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করে ২২৫ কোটি রুপি। এক কথায় সকল দিক থেকেই আরও একটি ব্লকবাস্টার উপহার দিয়েছেন মহেশ বাবু।