শনিবার   ০২ নভেম্বর ২০২৪   কার্তিক ১৭ ১৪৩১   ২৯ রবিউস সানি ১৪৪৬

ভিন্নধর্মী গল্পে ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধ’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০১ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

দর্শকপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ও আ খ ম হাসানকে নিয়ে শিমুল সরকার নির্মাণ করেছেন টেলিফিল্ম ‘গুপ্তধন এবং একজন বৃদ্ধ’।

একজন বৃদ্ধ এবং হারাধন মুচিকে নিয়ে টেলিফিল্মটির গল্প এগিয়ে যাবে। এতে দেখা যাবে, হারাধন মুচি তার সারল্যে ও মহানুভবতায় মন জয় করে এক আগন্তুক বৃদ্ধের। বৃদ্ধ খুশি হয়ে একদিন হারাধনকে গুপ্তধনের সন্ধান দেন। গল্পের রহস্য এখানেই। 

কী সেই গুপ্তধন? দর্শকের সাধারণ ভাবনা গুপ্তধন নিয়ে যা থাকে সেখানে ভিন্ন রকম একটা নাড়া দিতে চেয়েছেন নাট্যকার শিমুল সরকার।

এ প্রসঙ্গে পরিচালক বাংলানিউজকে বলেন, একটি ভাল গল্প বলার চেষ্টা করেছি। এখানে গুপ্তধনটাই আসল রহস্য। গুপ্তধন সম্পর্কে সবার গতানুগতিক যে ধারণা সেখানে একটা হোঁচট খাওয়াতে চেয়েছি আমি। আমার এই গল্পটা আশা করি সবার ভালো লাগবে।
    
টেলিফিল্মটিতে নাম ভূমিকায় ফজলুর রহমান বাবু এবং প্রধান চরিত্রে আ খ ম হাসান অভিনয় করেছেন। এতে আরও রয়েছেন- পাপিয়া, নজরুল ইসলাম তোফা, সিয়াম আহমেদ খাঁ, রক্তিম মাহমুদ, সোহেল আহমেদ, লাভলী ইয়াসমিন প্রমুখ। 

রচনা ও পরিচালনার পাশাপাশি টেলিফিল্মটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন নির্মাতা নিজেই।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচার হবে।