দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত অমিতাভ বচ্চন
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৫ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার দাদাসাহেব ফালকের জন্য মনোনীত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।
এমন খবরে এরই মধ্যে অমিতাভ বচ্চনকে বলিউডের বেশ কয়েকজন তারকা টুইটারে অভিনন্দন জানাতে শুরু করেছেন। এর মধ্যে রয়েছেন বলিউড অভিনেতা অনিল কাপুর, প্রযোজক করণ জোহর, ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রদার মন্ত্রী প্রকাশ জাভেদকর।
অমিতাভের প্রশংসা করে টুইটে মন্ত্রী লেখেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দুই প্রজন্মকে দারুণভাবে উৎসাহিত করেছেন অমিতাভ। সেই অমিতাভের মুকুটের দাদাসাহেব ফালকে সম্মান নামক আরও একটি নয়া পালক যোগ হলো। সত্যিই আমরা তার অভিনয়ের কাছে ঋণী। তার এমন সম্মান অর্জনে আমরা গর্বিত।
তবে এ বিষয়ে এখনো বচ্চন পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বার্তা পাওয়া যায়নি।
১৯৪২ সালে ১১ অক্টোবর ভারতের এলাহাবাদে জন্ম জন্মগ্রহণ করেন অমিতাভ বচ্চন। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্থানি’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা করেন বলিউড শাহেনশাহ। এরপর একে একে ‘আনন্দ’, ‘জঞ্জির’, শোলে’ এবং ‘অগ্নিপথ’, ‘দিওয়ার’, ‘কাভি কাভি’, ‘সিলসিলা’ ‘ব্ল্যাক’ ‘সরকার’, ‘পিকু’র মতো আরও অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এদিকে অমিতাভকে সবশেষ শাহরুখ খানের প্রযোজনায় ‘বদলা’ সিনেমায় দেখা গেছে। এছাড়া ভক্তরা-অনুরাগীরা ৭৬ বয়সী এ অভিনেতাকে এখন নিয়মিত দেখতে পাচ্ছেন ছোট পর্দার মেগা রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে।