নিরপেক্ষভাবে দিলে আমিও নোবেল পাওয়ার কথা: ট্রাম্প
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২১ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার
বিভিন্ন সময়ে বেফাস মন্তব্য করে বহুবার হাসির পাত্র হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বেজুড়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বহুবার তাকে নিয়ে ট্রল হয়েছে তার এসব মন্তব্যের কারণে। এবার তিনি বলেছেন, নোবেল কমিটি যদি নিরপেক্ষভাবে এই পুরস্কারটি দিত, তাহলে আমিও নোবেল পুরস্কার পাওয়ার কথা।
সোমবার (২৩ সেপ্টেম্বর) কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন কথাই বলেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, বহু কারণেই আমাকে নোবেল দেওয়া উচিৎ। যদি নোবেল কমিটি নিরপেক্ষভাবে এই পুরস্কারটি দিত, তবে আমিও পাওয়ার কথা। কিন্তু তারা সেটি করে না।
এসময় নোবেলপ্রাপ্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পাওয়া নিয়ে সমালোচনা করে ট্রাম্প বলেন, তাকে নোবেল দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। কেন তাকে নোবেল দেওয়া হয়েছে সেটি কেউ জানে না। এমনকি সে নিজেও না।
ট্রাম্প আরও বলেন, তবে যদি কাশ্মীর ইস্যুর সমাধান করতে পারি, তবে সেই কারণেও আমাকে নোবেল দেওয়া যেতে পারে।
তবে এবারই প্রথম নয়। এর আগেও নোবেল পাওয়া নিয়ে কথা বলেছিলেন ট্রাম্প। তিনি বলেছিলেন, শুধু আমি একা নই, অনেকেই বলেন যে আমাকে নোবেল দেওয়া উচিৎ।
নোবেল পুরস্কারকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসেবে বিবেচনা করা হয়। ১৯০১ সাল থেকে বিশ্বব্যাপী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল এবং অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানবকল্যাণমূলক তুলনারহিত কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।
বর্তমানে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, অর্থনীতি, সাহিত্য ও শান্তি-এই ছয়টি বিষয়ে বিশেষ এ পুরস্কার দেওয়া হয়।