সোমবার   ২৫ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১১ ১৪৩১   ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আজ ঢাবির ‘গ’ ইউনিটের ফল প্রকাশ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:১৯ এএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটে স্নাতক ১ম বর্ষের ফল প্রকাশ হবে আজ বৃহস্পতিবার।

গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে বৃহস্পতিবার দুপুর ১টায় (কক্ষ নং-২১৪) অনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

খাতা দেখার স্বচ্ছতা সম্পর্কে জানতে চাইলে মাহমুদ আলম বলেন, আমাদের শিক্ষকরা অনেক সুন্দরভাবে স্বচ্ছতার সঙ্গে খাতা দেখেছেন। এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

শিক্ষার্থীরা কখন তাদের ফলাফল দেখতে পারবে প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলপ্রকাশের পর দুপুর ১টা থেকেই তারা নিজ নিজ রেজাল্ট দেখতে পারবেন।

গত ১৩ সেপ্টেম্বর (শুক্রবার)  প্রথমবারের মতো নতুন প্রশ্নপদ্ধতিতে ব্যবসায় শিক্ষা অনুষদের ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ও বাইরের মোট ৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা হয়৷ ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের জন্য ২৯ হাজার ৫৮ জন পরীক্ষার্থী আবেদন করে।