আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৪৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
বিশ্বের অন্যান্য স্থানের মতো বাংলাদেশেও আজ শনিবার পালিত হবে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
এ বছরের প্রতিপাদ্য হচ্ছে, ‘মুক্ত সমাজের জন্য উত্তম আইন: টেকসই উন্নয়নে তথ্যে অভিগমন’।
দিবসটি পালনে বিভিন্ন সংগঠন সভা, সেমিনারসহ নানা কর্মসূচির আয়োজন করেছে।
সুইডেনে ১৭৬৬ সালে বিশ্বে প্রথম তথ্য অধিকারের স্বীকৃতি মেলে। এরপর ১৭৮৯ সালে ফ্রান্সে তথ্য অধিকারকে মানবাধিকার হিসেবে প্রথম স্বীকৃতি দেয়া হয়। ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম তথ্য স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়।
পর্যায়ক্রমে বিশ্বে ১১৩টি দেশে তথ্য অধিকার আইন কার্যকর করা হয়। বাংলাদেশে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণীত হয়।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।