ট্রাম্পের সঙ্গে পুতিন-এমবিএসের ফোনকলে ‘বিধিনিষেধ’
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:৫৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ফোনকল প্রতিলিপির বিস্তারিত’ তথ্য সীমাবদ্ধ করলো হোয়াইট হাউস।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনকলের বিস্তারিত ফাঁস হওয়ার পর শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ ব্যবস্থা নিল হোয়াইট হাউজ।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডেমোক্র্যাট নেতা বাইডেন ও তার ছেলে হান্টারের বিরুদ্ধে তদন্তের জন্য ইউক্রেনকে অনুরোধ করে ট্রাম্পের ফোনকলের বিস্তারিত ফাঁস হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
পুতিনের সঙ্গে ট্রাম্পের কথোপকথন নিয়ে উদ্বিগ্ন ক্রেমলিন। এরই মধ্যে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিল।