নিজেই ওয়ান বেডরুমে থাকি, কাকে বাড়ি কিনে দেব?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
মেট্রো চড়ে ‘বিগ বস’ সিজন থার্টিনের সাংবাদিক সম্মেলনে এসেছিলেন সালমান খান। শেষ কবে ট্রেনে চড়েছেন মনে পড়ে? এ প্রশ্নের উত্তরে সালমান জানালেন তার এক অজানা প্রেমের গল্প।
তিনি জানান, খুব ভাল মনে আছে। কলেজে পড়তাম। আমার তখনকার গার্লফ্রেন্ড সাউথ মুম্বাইয়ে থাকত। তার সঙ্গে ট্রেনে চড়ে দেখা করতে যেতাম। ফেরার পথে শেষ ট্রেনটা ধরতাম। রোজ ভাবতাম, ঘুমাব না, কিন্তু ঘুমিয়ে পড়তাম। আর আমার বাড়ির স্টেশন (বান্দ্রা) পেরিয়ে যেত।
এ বার বড় চমক, ‘বিগ বস’-এর বাড়ি লোনাভলা থেকে মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শিফ্ট করা হয়েছে।
সালমানের মতে, এক্সপেরিমেন্ট করা হয়েছে। দেখা যাক, কতটা সফল হয়। লোনাভলায় প্রতিদিন ৪৫০ জন লোকের ব্যবস্থা করা খুবই খরচসাপেক্ষ ছিল। অবশ্য আমার মন খারাপও হয়েছে। লোনাভলায় বিগ বসের বাড়িটি অনেকে দেখতে যেতেন।
বিগ বসের বাড়ি নিউ ইয়র্কে হলেও পরিবর্তন আসবে না। তবে লোনাভলা নির্জন ছিল। ফিল্মসিটিতে একটু হলেও আওয়াজ আসবে, বললেন সালমান।
‘বিগ বস’ সঞ্চালনা করে ক্লান্তি আসে না? সালমানের স্পষ্ট জবাব, চ্যানেল লাভ করছে। দর্শক পছন্দ করছেন। এর চেয়ে বেশি কী চাই?
সপ্তাহান্তে সালমান টেলিভিশনের পর্দায় এলেই শোয়ের টিআরপিও চড়চড় করে বাড়ে। বিনয়ী সালমান এই কৃতিত্ব অবশ্য প্রতিযোগীদেরই দিচ্ছেন।
তিনি বলেন, আমার জন্য টিআরপি বাড়ে না। প্রতিযোগীদের পর্দার বাইরের পরিস্থিতিতে দেখতে পছন্দ করেন দর্শক। ঠিক সময়ে খাওয়া নেই, ঘুম নেই, মন খুলে কথা বলতে পারেন না এমন পরিবেশে ওদের সেলেব-মুখোশটা খুলে যায়।
তবে সালমান বলেন, কয়েক জন প্রতিযোগী যখন বাড়ির নিয়ম ভেঙে অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন, তখন বকুনি দিতে বাধ্য হয়েছিলাম। এমনিতে আমি কাউকেই কথা শোনাতে পছন্দ করি না।
ভাইরাল হয়ে গেছে, রানু মণ্ডলকে আপনি গাড়ি-বাড়ি কিনে দিয়েছেন। এ প্রশ্নে জবাবে তিনি জানালেন, সব গুজব। গাড়ি ইএমআই দিয়েই কেনা যায়। আর আমি নিজেই ওয়ান বেডরুমে থাকি। কাকে বাড়ি কিনে দেব? জবাব সালমানের।