`কারবালার ঘটনার পর ইরানি প্রতিরক্ষা যুদ্ধ বিশ্বকে সবচেয়ে বেশি নাড়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ইরানের বিশিষ্ট আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি বলেছেন, ইরানের ৮ বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ কারবালার ঘটনার পর ইতিহাসে সবচেয়ে বেশি প্রভাব রেখেছে।
সমসাময়িক যুগের ইতিহাসে এই যুদ্ধের প্রভাব তুলে ধরতে গিয়ে আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই মন্তব্য করেন। পশ্চিমা পরাশক্তিগুলোর মদদে ইসলামী ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেয়া সেই যুদ্ধ শুরু হয়েছিল ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর। ওই যুদ্ধ শুরুর বার্ষিকী থেকে এক সপ্তাহ পর্যন্ত প্রতি বছর দেশটিতে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালন করা হয়।
হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি স্মরণ করিয়ে দেন, ৮ বছরের ওই যুদ্ধে বিশ্বের প্রায় সব দেশই আগ্রাসী শত্রুকে সহায়তা দিত। তিনি বলেছেন, ওই যুদ্ধের শুরুতে ইরানের সশস্ত্র বাহিনী ছিল ছিন্ন-ভিন্ন অবস্থায় এবং বিপ্লবী গার্ড বাহিনীরও কোনো অভিজ্ঞতা ছিল না, কিন্তু ইরানি জাতি ইমাম খোমেনী (র)'র দিক-নির্দেশনায় বিশ্বের প্রধান পরাশক্তিগুলোর মোকাবেলায় রুখে দাঁড়ায়।
হুজ্জাতুল ইসলাম কাযেম সিদ্দিকি শোকাবহ মহররম উপলক্ষে সবাকে সমবেদনা জানিয়ে বলেছেন, ইমাম হুসাইন (আ)'র প্রতি ভালবাসা দিনকে দিন আরও বৈশ্বিক হয়ে উঠছে। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন, ইমাম হুসাইনের শাহাদতের চেহলাম বা চল্লিশার বার্ষিকী উপলক্ষে দুই কোটি মানুষের মিছিল ও পদযাত্রায় শিয়া-সুন্নি নির্বিশেষ বিশ্বের সব শ্রেণীর মুসলমানের এবং এমনকি খ্রিস্টান সম্প্রদায়সহ নানা ধর্মের অনেক অনুসারীর অংশগ্রহণের বিষয়টি প্রমাণ করছে যে ইমাম হুসাইন (আ) এমন এক অন্তহীন ঝর্ণাধারা যা সবাইকে পরিতৃপ্ত করছে।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব কথিত মানবাধিকারের নামে পশ্চিমা শক্তিগুলোর নানা ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কাশ্মিরের মজলুম জনগণসহ নাইজেরিয়া, বাহরাইন ও সৌদি আরবের শিয়া মুসলমানদের মানবাধিকার রক্ষার জন্য পদক্ষেপ নেয়া জরুরি।