নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানি তেল কেনা অব্যাহত রাখবে তুরস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এরদোগান বলেছেন, আমেরিকার নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়ার হুমকি সত্ত্বেও তার দেশ ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাবে। তিনি আরো বলেছেন, আঙ্কারার পক্ষে ইরানের তেল ও গ্যাস কেনা বন্ধ করা সম্ভব নয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ শেষে নিউ ইয়র্ক থেকে আঙ্কারায় ফেরার পথে এরদোগান সাংবাদিকদের বলেন, আমেরিকার অর্থনৈতিক শাস্তির হুমকিকে ভয় পায় না আঙ্কারা।
ইরানের ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে দেশটির তেল বহন করার অভিযোগে চীনের ছয়টি জাহাজ কোম্পানির বিরুদ্ধে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করার পর তুর্কি প্রেসিডেন্ট এ বক্তব্য দিলেন। আমেরিকা ঘোষণা করেছে, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে কেউ দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেন করলে তাকেও নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হবে।
এ সম্পর্কে এরদোগান বলেন, “আমি জানি নিষেধাজ্ঞা দিয়ে এ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি।”
ইরানের জ্বালানী তেল ও তেলজাত পণ্যের ওপর তুরস্ক ভীষণভাবে নির্ভরশীল। ২০১৮ সালে আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার আগে তুরস্ক ও ইরান বছরে ৩০ বিলিয়ন ডলারের বাণিজ্যিক বিনিময় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু নিষেধাজ্ঞা আরোপের পর আমেরিকার দৃষ্টিতে ওই বিনিময় শূন্যের কোঠায় নেমে আসার কথা থাকলেও আঙ্কারা ও তেহরান এখনো ১২ বিলিয়ন ডলারের বাণিজ্যিক লেনদেন করে যাচ্ছে।