পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বাড়ছে ক্ষোভ ও অস্থিরতা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার
ভারত-শাসিত কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত আন্তর্জাতিক মহল। কাশ্মীর পরিস্থিতি বিশ্বদরবারে তুলে ধরতে একের পর এক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান। আর এরইমধ্যে পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে দানা বেঁধে উঠছে ক্ষোভ, বাড়ছে অস্থিরতা।
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু মানুষ এরই মধ্যে দাবি করেছে, হাজার হাজার লোক সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) অতিক্রম করার প্রস্তুতি নিচ্ছে। আজাদ কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে কোটলি জেলার রাজনৈতিক দল জামায়াত-ই-ইসলামির প্রেসিডেন্ট হাবীবুর রহমান আফাকির কথাতেই সেই আভাস পাওয়া গেছে।
তিনি বলেছেন, ‘আমরা সবাই জাতিসংঘ অধিবেশনের জন্য অপেক্ষা করে আছি... দেখতে চাই, বিশ্ব আমাদের সাহায্য করে কি না। না করলে আমরা এলওসি (লাইন অব কন্ট্রোল) ভাঙার চেষ্টা নেব।’ তবে নিরপেক্ষ সূত্র এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
এর আগে, গত ৫ আগস্ট ভারত সরকার জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া, কাশ্মীর অঞ্চলে গণহারে ধরপাকড়, যোগাযোগ বন্ধ করে রাখা এবং কারফিউ জারি করে বিক্ষোভ দমনের চেষ্টা নেওয়ার পর থেকেই এই অঞ্চলে উত্তেজনা বেড়ে যায়। কাশ্মীর ইস্যু বিশ্বের সামনে তুলে ধরা এবং এই ইস্যুতে কিছু করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে তাগাদা দেওয়ার চেষ্টা করছেন ইমরান খান।