রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৯ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

`ফিলিস্তিন প্রতিষ্ঠার পরই ইসরায়েলকে স্বীকৃতি দেবে পাকিস্তান`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র গড়ে ওঠার পরই তার দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেবে। বৃহস্পতিবার নিউ ইয়র্কে এশিয়ান সোসাইটির এক সভায় তিনি ওই মন্তব্য করেন।

সাম্প্রতিক মাসগুলোতে শোনা যাচ্ছিল ইসরায়েলের ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্রনীতি পরিবর্তনের কথা ভাবছে ইসলামাবাদ। এমন জল্পনা-কল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে ইমরান বলেন, এ ধরনের খবর কোথা থেকে আসছে তা তিনি জানেন না।

ইমরান বলেন, এ ব্যাপারে পাকিস্তানের নীতি খুবই স্পষ্ট ও খোলামেলা। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আযম মোহাম্মাদ আলী খুব স্পষ্টভাবে বলেছিলেন, সেখানে একটি ন্যায়সঙ্গত সমাধান থাকতে হবে: আর তা হলো ইসরায়েলকে পাকিস্তানের স্বীকৃতি দেয়ার আগে ফিলিস্তিনিদের একটি স্বশাসিত রাষ্ট্র সেখানে গড়ে উঠতে হবে।