বৃষ্টিতে ভেসে গেল পাক-লঙ্কা ম্যাচ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

সর্বশেষ ২০০৯ সালে করাচি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে ম্যাচ। এরপর আর কোনো আন্তর্জাতিক ওয়ানডে হয়নি সেখানে।
১০ বছর পর আজ শুক্রবার করাচি স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু বেরসিক বৃষ্টি সেটা হতে দেয়নি।
পাকিস্তান-শ্রীলংকার মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো তো দূরের কথা, টসটাও হতে পারেনি আজ। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
যদিও ম্যাচের কাট-অফ টাইম ছিল রাত ৮টা ৩০ মিনিট। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে বিকেল ৪টা ৩০ মিনিটেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টির পানিতে মাঠের পাশাপাশি পিচও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার একই স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। ১৯৮০ সালের পর এ পর্যন্ত স্টেডিয়ামটিতে ৪৭টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।