ভুটান ফুটবল দল এখন ঢাকায়
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:০৫ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯ শনিবার

২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে কাতারের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের সঙ্গে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ভুটান জাতীয় দল এখন ঢাকায়।
আজ শুক্রবার বিকেলে ভুটান জাতীয় ফুটবল দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুক এয়ারলাইন্সের একটি বিমানে অবতরণ করে।
মূলত কাতারের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ভুটান দলকে আমন্ত্রণ জানানো হয়।
২৮ তারিখ অনুশীলনের পর ২৯ তারিখ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভুটান।
এ পর্যন্ত বাংলাদেশ-ভুটান ১১ বার মুখোমুখি হয়। তার মধ্যে বাংলাদেশ জিতেছে ৮ বার। ড্র করেছে ২ বার। হেরেছে ১ বার।
২০১৬ সালে এএফসি এশিয়ান কাপে ভুটানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। আর সবশেষ ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
ভুটানের বিপক্ষের ম্যাচের পারফরম্যান্স কাতারের বিপক্ষে কতুটুকু কাজে আসে সেটা দেখা যাবে ১০ অক্টোবর, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।