চোখের পাশে কুচকে যাওয়া দূর হবে রুটি ও মাখনেই
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯ রোববার
কি শুনতেই চমকে গেলেন নিশ্চয়! হ্যাঁ, রুটি ও মাখনে বলি রেখা বা চোখের পাশে কুচকে যাওয়া দূর হবে শুনতে অদ্ভুত লাগলেও এটি অনেক কার্যকরী। খুব দ্রুত কাজ করে এর তৈরি প্যাকটি। চলুন তবে জেনে নেয়া যাক রুটি ও মাখনের প্যাকটি তৈরি ও ব্যবহার পদ্ধতি-
রুটি ও মাখনের প্যাক
প্রথমে পাউরুটি হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিন। এবার মাখন চুলায় বা ওভেনে দিয়ে গলিয়ে নিন। এই মাখন দিয়ে রুটির গুঁড়োর একটা মোলায়েম পেস্ট তৈরি করুন। এই পেস্ট চোখের পাশে মাখিয়ে রাখুন আধা ঘণ্টা। শুকিয়ে গেলে আলতো করে তুলে ফেলুন। পানি দিয়ে ধোবেন না। কমপক্ষে ৫ থেকে ৬ ঘণ্টা পর মুখে পানি লাগান। মাখনের বদলে হালকা গরম নারিকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।